Analysis
উষ্ণায়নে গলছে হিমবাহ

উষ্ণআয়ন এর প্রভাবে গলতে শুরু করেছে পৃথিবীর সর্বোচ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট-এর বিভিন্ন হিমবাহ। আর সেখান থেকে বেড়িয়ে আসছে নানা সময়ে মারা যাওয়া পর্বত অরোহীদের মৃত দেহ। কিছু দিন আগেই পর্বত শৃঙ্গ-এর ৮,৭০০ মিটার উচ্চতায় বেড়িয়ে আসে এক পর্বত অরোহীর জমাট বাঁধা দেহ। দুর্গম রাস্তা ও খারাপ আবহাওর জন্য এই মৃত দেহগুলি নীচে নামিয়ে আনা যেমন কষ্টকর অন্য দিকে পর্বত অরহনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মত হিমালয়ের বুকে সমাধিস্থ করা থাকে এই মৃত দেহগুলি। আসলে কি করা উচিত ,তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।