West Bengal

হাতির তাণ্ডব

বাঁকুড়ার সোনামুখী ব্লকের কড়াশলি প্রাথমিক বিদ্যালয়ের দেওয়াল ভেঙে ঢুকে  পড়ে একটি হাতি। হাতির উপদ্রবে  স্কুলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পানীয় জলের মার্সিবল পাম্পটি  ভেঙে দেয় স্কুলের সামনের বাগানটি তছনছ করে দেয়। এছাড়া মিড্ ডে মিলের জন্য রাখা এক কুইন্ট্যাল চাল খেয়ে যায় হাতিটি। 

Show More

Related Articles

Back to top button
Close