Education Opinion

আগামীকাল প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল

তিনমাসের মাথায় ফলপ্রকাশ মাধ্যমিকের

প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক ২০১৯ এর ফলাফল।২১শে মে মঙ্গলবার সকাল ১০টার পর থেকে মাধ্যমিকের ফলাফল জানতে পারবেন ছাত্র ছাত্রীরা। চলতি বছরে ফেব্রুয়ারির ১২তারিখে শুরু হয় মাধ্যমিক। শেষ হয় ২২শে ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হওয়ার প্রায় ৮৮দিনের  মাথায় এবার ফলপ্রকাশ করতে চলেছে পর্ষদ। মাধ্যমিক পর্ষদের পক্ষ থেকে গত ৮ই মে ফলাফলের তারিখ ঘোষনা করা হয়েছে। এই বছর প্রায় ১০,৬৬ লক্ষ ছাত্র ছাত্রী পরীক্ষা দিয়েছিলো।    

পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট www.wbbse.org ছাড়াও www.wb.allresults.nic.in , www.examresults.net , www.exametc.com , www.indiaresult.com , www.result.shiksha এই ওয়েবসাইট গুলোর মাধ্যমে রেজাল্ট জানা যাবে। ওয়েবসাইট ছাড়াও  রেজাল্ট জানা যাবে এসএমএসের মাধ্যমে। সেক্ষেত্রে wb <নিজের রোল নম্বর >লিখে পাঠিয়ে দিতে হবে ৫৪২৪২/৫৬২৬৩/অথবা ৫৮৮৮৮ এই নম্বরে। আর যদি রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে নিজের পরীক্ষার ফলাফল জানতে হয় তাহলে মোবাইল নম্বরটি প্রি রেজিস্টার করতে হবে। তবে তার জন্য মোবাইল নম্বর এবং রোল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে www.exametc.com -এ। এছাড়া গুগল প্লে স্টোর  থেকে Madhyamik Result 2019 অথবা www.result.shiksha এই অ্যাপগুলির সাহায্যেও জানা যাবে রেজাল্ট।  

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading