ওষুধের ওভারডোজে, সঙ্কটের মধ্যে নুসরত জাহান।
শ্বাসকষ্টের জেরে, হাসপাতালের আইসিইউ তে ভর্তি অভিনেত্রী।

@ দেবশ্রী : সঙ্কটের মধ্যে, বসিরহাটের তৃণমূল সাংসদ তথা জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান। গুরুতর অবস্থায় রয়েছেন তিনি। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রবিবার রাতে তাঁকে ভর্তি করা হয়। তবে চিকিৎসকরা জানিয়েছেন আগের থেকে এখন পরিস্থিতি স্থিতিশীল অবস্থাতে রয়েছে। রবিবার রাট সাড়ে ৯টা নাগাদ নুসরতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়। পরিবারের পক্ষ থেকে জানা যায় অতিরিক্ত পরিমানে ওষুধ খাওয়াতেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। রবিবার রাতেই তাকে আইসিইউ তে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, আগের থেকে এখন সুস্থ নুসরত কিন্তু, তাঁর সঙ্কট এখনও কাটেনি।
রবিবার রাতে তিনি অসুস্থ হয়ে, হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেই খবর কোথাও জানানো হয়নি। তবে সোমবার সকালে সেই খবর মিডিয়াতে ছড়িয়ে পরে। তারপর সাংসদের ঘনিষ্ট লোকেরা জানান যে, তাঁর এই সমস্যা শ্বাসকষ্টের জন্য। সেই জন্যই তাকে ভুগতে হচ্ছে। সূত্রের মাধ্যমে জানা যায় শ্বাসকষ্টের সমস্যাতে ভুগতেন নুসরত। তা বেড়ে যাওয়াতেই হাসপাতালে নিয়ে যেতে হয় তাঁকে।