Big Story

করোনাভাইরাস:মাছি থেকেও ছড়াতে পারে সংক্রমণ ভিডিও পোস্ট করে বোঝালেন বিগ বি

বিগ বির ওই ট্যুইট তারপরে রিট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

প্রেরনাঃ চিনে হওয়া একটি গবেষণা থেকে জানা যাচ্ছে মাছি থেকেও ছড়াতে পারে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ। গবেষণার রিপোর্ট প্রকাশিত হয়েছে চিকিত্‍সা সংক্রান্ত একটি আন্তর্জাতিক ম্যাগাজিন ‘দ্য ল্যান্সেট’-এ। ম্যাগাজিনের ওই রিপোর্টের ছবি তুলে ট্যুইট করেছেন অমিতাভ বচ্চন।

এই সুপারস্টার অভিনেতা বলেছেন, মানুষের শ্বাস-প্রশ্বাসের চেয়ে করোনাভাইরাস অনেকক্ষণ বেশি বেঁচে থাকতে পারে শরীর থেকে নিষ্ক্রমিত মলে। কোনও মাছি প্রথমে খোলা জায়গায় করোনা আক্রান্তের ত্যাগ করা মলের ওপর বসে সেখান থেকে কোনও খাবারের ওপর গিয়ে বসে, তাহলে ভাইরাস সংক্রমিত হতে পারে।গৃহবন্দি অবস্থায় সোশ্যাল মিডিয়াতেই একটি ভিডিও পোস্ট করে এই বার্তা দিয়েছেন তিনি। যদিও তৃতীয় ধাপে করোনার ‘কমিউনিটি স্প্রেড’ নিয়ে এই দাবি চিনা বিশেষজ্ঞদের, ভিডিওতে সেকথাও জানিয়েছেন বিগ বি।

টুইটারে কলকাতার একটি ভিডিও পোস্ট করে তিনি মুম্বইবাসীদের আহ্বান জানিয়েছেন সতর্কতা অবলম্বনে কলকাতার পথ অনুসরণ করার জন্যে। প্রসঙ্গত, লকডাউনের জেরে নিজের বাংলো জলসা থেকেও নিরাপত্তারক্ষীদের ছুটি দিয়েছেন অমিতাভ। রেখে দিয়েছেন শুধুমাত্র দুই বন্দুকধারী নিরাপত্তারক্ষীদের।

Tags
Show More

Related Articles

Back to top button
Close