Analysis

জোটের জটে নাভিশ্বাস : মহারাষ্ট্রে নতুন অঙ্ক

প্রথম ধাক্কায় জোটের পরিকল্পনা ধাক্কা খেলেও আজকের সকালে নতুন অঙ্কের পথে কংগ্রেস, শিবসেনা ও এনসিপি।

নিজস্ব সংবাদদাতা : ‘মহা বিকাশ অঘাদি’ অর্থাত্ মহারাষ্ট্র উন্নয়ন ফ্রন্ট নাম দেওয়া হয়েছে মহারাষ্ট্র নতুন জোটের । তবে এটা নিশ্চিত পাঁচ যে বছরের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছে শিবসেনা থেকেই। শিবসেনা মুখ পাত্র সঞ্জয় রাউতের সকালের টুইটে আপাতত করেছেন । সেখানে পরিষ্কার নয় কে হবেন আগামীর মুখ্যমন্ত্রী। আর এই নিয়ে কুলুপ এঁটেছে সেনা। এনসিপি প্রধান উদ্ধব ঠাকরে এবং সঞ্জয় রাউত গতকাল রাতে শরদ পাওয়ারের বাসভবন গিয়ে বৈঠক করেন ।বৈঠক থেকে বাইরে বেরিয়ে সঞ্জয়ের ‘ভিকট্রি সাইনে’ এটা স্পষ্ট বেলাইন হয়নি কিছুই।

শিবসেনা নেতা সঞ্জয় রাউত জানিয়েছেন, ৫ বছরের মেয়াদেই মুখ্যমন্ত্রিত্ব করবে শিব সেনা।অভিন্ন কর্মসূচির খসড়া কার্যত চূড়ান্ত উভয় পক্ষের আলোচনাতে । তবে এক্ষেত্রে এই তিন দল যে কোন সময় রাজভবনে গিয়ে তাদের সরকার গঠনের প্রস্তাব দিতে পারেন। আর যেকোন সময় ত্রিদলীয় সরকার আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে। সেনা প্রধান উদ্ধব ঠাকরে গতকাল এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে এক প্রস্থ বৈঠক হয়। উদ্ভব পুত্র সঙ্গে ছিলেন এই আলোচনায়। অপরদিকে বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপি নেতা অজিত পাওয়ার।মুখ্যমন্ত্রী কে হচ্ছেন এখনও স্পষ্ট নয় শিবসেনার তরফে ? গতকাল কংগ্রেস এই প্রথম খোলসা করে, শিবসেনার সঙ্গে কথা হয় তাদের। দেবেন্দ্র ফডণবীস সরকার উত্খাত্ করতেই সেনার হাত ধরছে বলে কংগ্রেসের তরফে জানানো হয়।

Tags
Show More

Related Articles

Back to top button
Close