দিওয়ালির উপহার, কালীপুজোর আগেই সল্টলেকে চলবে মেট্রো
প্রধানমন্ত্রী মোদী কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রোর সল্টলেক অংশের উদ্বোধন করবেন।

প্রেরনা দত্ত : অক্টোবরেই চালু হতে যাচ্ছে সল্টলেকে ইস্ট-ওয়েস্ট মেট্রো। অনেক দিন আগেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর ওই অংশের কাজ শেষ হয়েছে। সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়ামের মধ্যে ছ’টি স্টেশনে জোরকদমে চলছে ফাইনাল ট্রায়াল রান। ২৪ অক্টোবর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। রেল বোর্ড সূত্রে জানা যাচ্ছে , সেই দিনই প্রধানমন্ত্রী মোদী উদ্বোধন করবেন।
সূত্রে পাওয়া খবর অনুযায়ী সল্টলেকে মেট্রো চালু হওয়া নিয়ে আর বেশি দেরি করতে চায়না রেলবোর্ড, তাই শুভস্য শীঘ্রম এই মেট্রো পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নির্মিত অংশ ফেলে রাখতে রাজি ছিল না রেলবোর্ড। দ্রুত ফেজ ওয়ানের মেট্রোর উদ্বোধন সম্ভব কী না, কেএমআরসিএলের কাছ থেকে জানতে চায় রেলবোর্ড। কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র ৩০ নভেম্বর পর্যন্ত বৈধ থাকবে ৷ ৩০ নভেম্বরের পরে ফেজ ওয়ান চালু করতে আবার ছাড়পত্র নিতে হবে ৷ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভাড়ার তালিকা ঠিক হয়ে গিয়েছে৷ প্রথম ২ কিলোমিটার সফরের জন্য দিতে হবে ৫ টাকা, অর্থাৎ এটিই সর্বনিম্ন ভাড়া৷ এরপরে ২ থেকে ৫ কিলোমিটার পর্যন্ত ১০টাকা এবং পরের ৫ থেকে সাড়ে ১৬ কিলোমিটার পর্যন্ত দিতে হবে ৩০ টাকা অর্থাৎ এটি সর্বোচ্চ ভাড়া৷তবে হাওড়া থেকে সেক্টর ফাইভের এই ইস্ট-ওয়েস্ট মেট্রো কবে চালু হবে তা এখন বলা কঠিন। কারণ বৌবাজার বিপর্যয়ের ফলে বন্ধ রয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের কাজ।