Entertainment

পুজোর উপলক্ষে বাড়ির মেয়ে বাড়ি ফিরছেন ,অভিনেত্রী বিপাশা বসু।

স্বামী কর্ণ সিংহ গ্রোভারের সাথে বিপাশা বসু সহ পরিবারের সঙ্গে পুজো কাটান।

সায়ন্তনী রায় :  বিয়ের পর নিজের  পরিবারের সাথে পুজো কাটালেন স্বামী কর্ণ সিংহ গ্রোভার ও বিপাশা বসু।অষ্টমীতে বাড়ি ফিরলেন অভিনেত্রী বিপাশা বসু। সেই মুহূর্ত গুলো শেয়ার করলেন বিপাশা নিজের ইনস্টাগ্রামে। মঙ্গলবার দশমীর সকালে বরের সঙ্গে সিঁদুর খেলায় মেতে উঠলেন ‘বং বিউটি’ বিপাশা বসু। লাল পাড় সাদা শাড়ির সাবেকি লুকে তাঁকে দেখতেও লাগছিল মোহময়ী। স্ত্রী বিপাশার সঙ্গে তাল মিলিয়ে কর্ণ সিংহ গ্রোভারও পাঞ্জাবী পরে রাতারাতি হয়ে উঠেছিলেন বাঙালি। পরেছিলেন সাদা রঙের কুর্তা এবং ধুতি। বিয়ের পর  প্রথম সিঁদুর খেলা অভিনেত্রীর। শুধু কর্ণই নন, বিপাশার সঙ্গে সিঁদুর খেলায় মেতে উঠেছিলেন তাঁর দিদি এবং বোনেরাও। ২০১৬-তে বিয়ে করলেও এর আগে এক সঙ্গে সিঁদুর খেলার সুযোগ হয়নি এই তারকা জুটির। এবারের পুজোতে সেই ইচ্ছাও পূরণ হল অবশেষে। গাল ভর্তি সিঁদুর, মুখেও মিষ্টি হাসি নিয়ে ছবি শেয়ার করেছেন বিপাশা। বিপাশার ওই ছবির প্রশংসায় তাঁর ইনস্টাগ্রামের ওয়াল ভরিয়ে দিয়েছেন তাঁর ফ্যানেরা।

Tags
Show More

Related Articles

Back to top button
Close