West Bengal

প্রবল বৃষ্টির ফলে যানজটের আশঙ্খা

কলকাতা বাসীদের বৃষ্টির ফলে যানজটের অসুবিধা।

সায়ন্তনী রায় :  পুরো পুজো কেটে গেলো ঝলমলে রোদে।কিন্তু অষ্টমী এবং নবমীতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ফলে কিছুটা ভোগান্তি হয়েছিল বাঙালির।একাদশী আসতেই প্রবল বৃষ্টি। মায়ের বিদায়ে গোটা শহর ব্যস্ত।বুধবার সকাল থেকেই ব্যাপক বৃষ্টিতে ভাসছে কলকাতা।তাই সন্ধ্যে থেকে ব্যাপক যানজটের আশঙ্কা । বৃষ্টি এখনও থামার কোনও সম্ভাবনা নেই।যাদের অফিস আজ থেকে শুরু তাদের রাস্তাঘাটে বেরিয়ে আজ অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এবং হয়েছেও।মায়ের বিদায় হওয়ার কষ্টে আজ পুরো কলকাতা বাসীর মন ভার।যানজটের আশঙ্খা আরো বেড়ে যাবে বৃষ্টি না কমলে।টানা দু ঘণ্টার বৃষ্টিতে বিপর্যস্ত গোটা কলকাতা।ফলে একাদশীতে যাঁরা ধীরে সুস্থে কলকাতার সেরা মণ্ডপগুলির প্রতিমা দর্শন করবেন বলে ভেবেছিলেন তাঁদের সেই আশায় ফের জল ঢাললো নিম্মচাপ। এই বছর পুজোয় বৃষ্টি হওয়ার কথা অনেক আগেই শুনিয়ে রেখেছিল আবহাওয়া দফতর । আবহাওয়া অফিসের পূর্বাভাস মতো পুজোর দিনগুলিতে কলকাতা এবং শহরতলিতে মুষলধারায় বৃষ্টিপাত হয়নি।কিন্তু পুজো কেটে গেলেও একাদশী থেকে আবার বৃষ্টিতে ভিজতে হবে শহরবাসীকে, তা বুঝতে পারেননি অনেকেই।মুষলধারায় বৃষ্টি হওয়ার ফলে জল জমে যাওয়াতে সকাল থেকেই দুর্ভোগ শহরবাসীর।সব মিলিয়ে পুজো শেষ হয়ে গেলেও এই রাজ্য থেকে এখনও বর্ষা বিদায় নেয়নি।

Tags
Show More

Related Articles

Back to top button
Close