West Bengal

ভয়াবহ বিস্ফোরণ ডায়মন্ড হারবারের বাড়িতে

বিসর্জনের বাজি তৈরির করার সময় ঘটে এই বিস্ফোরণ

প্রেরণা দত্ত :  দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড  হারবারে ঘটে এক ভয়াবহ বিস্ফোরণ।বিস্ফোরণে ২ জনের মৃত্যু হয় এবং ২ জন গুরুতর ভাবে জখম হন। তদন্তে নেমে প্রাথমিক অনুমান পুলিশের , বিসর্জনের বাজি তৈরির সময় এই ঘটনা ঘটেছে। নবমীর রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সেদিন রাতেই জখম অবস্থায় চারজনকে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয়। প্রতাপ ও প্রদ্যুৎ মণ্ডল এখনও হাসপাতালে চিকিৎসাধীন এবং  বুধবার  মৃত্যু হয়েছে প্রভাস মণ্ডল ও পলাশ মণ্ডল নাম দু জনের।তারা দুই ভাই বলে জানা গেছে। একজন পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ও অপরজন বেসরকারি সংস্থায় কর্মরত।এর আগে ২০১৬-তে ডায়মন্ড হারবারের একটি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ একটি পোড়ো বাড়িতে তারা বাজি বানানোর কাজ করছিলো।  সেখানে তুবড়ির খোল সহ আরও অনেক জিনিস পাওয়া গিয়েছে।

Tags
Show More

Related Articles

Back to top button
Close