Big Story

রাজ্যে করোনা আক্রান্ত আরও এক, উঁকি দিচ্ছে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা

আক্রান্ত নয়াবাদের ৬৬ বছরের প্রৌঢ়

প্রেরণা @ বাইপাস লাগোয়া একটি হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন তিনি। জানা গিয়েছে, ওই ব্যক্তির শরীরে মিলছে করোনা ভাইরাসের জীবাণু। গত ২৪ ঘণ্টায় রাজ্যে একটিও করোনা আক্রান্তের সংবাদ না আসায় একটু স্বস্তিতে ছিল বাংলার মানুষ। কিন্তু বুধবার রাতেই সেই স্বস্তিতে জল পড়ল। ৬৬ বছরের ওই বৃদ্ধ সোমবার হাসপাতালে ভর্তি হন। বুধবার রাতে রিপোর্ট মেলে।

জানা গিয়েছে, এই ব্যক্তি সম্প্রতি বিদেশ ভ্রমণ করেননি। সূত্রের খবর,এই ব্যক্তির পরিবারের কেউও বিদেশে বা করোনা আক্রান্ত দেশগুলিতে সাম্প্রতিক সময়ে যাননি। কলকাতায় করোনা আক্রান্ত যে প্রৌঢ়ের মৃত্যু হয়েছে তাঁর বিদেশ যোগ নিয়ে ইতিমধ্যেই নানা কথা শোনা গিয়েছে। মৃতের পরিবারের দাবি ছিল ওই ব্যক্তি সম্প্রতি বিদেশে যাননি। এমনকি তাঁদের পরিবারের কেউই বিদেশে যাননি সাম্প্রতিক সময়ে।

এই মুহূর্তে ভারতে মৃতের সংখ্যা ১৪। আক্রান্তের সংখ্যা ৬৫০ পেরিয়েছে। জানা গিয়েছে, ওই বৃদ্ধ সম্প্রতি মেদিনীপুরে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে বিদেশ ফেরত বেশ কয়েকজন আমন্ত্রিত ছিলেন। তাঁদের থেকে সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Tags
Show More

Related Articles

Back to top button
Close