Analysis

সত্যাগ্রহই একমাত্র পথ : NRC নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রথম লোকায়ুক্ত বিচারপতি সমরেশ ব্যানার্জী

ঘরে বসে থাকার দিন নয় ,সত্যাগ্রহই একমাত্র পথ : NRC নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের প্রথম লোকায়ুক্ত বিচারপতি সমরেশ ব্যানার্জী

একান্ত সাক্ষাৎকার দিলেন পশ্চিম বাংলার প্রথম লোকায়ুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি সমরেশ ব্যানার্জী। জানালেন আগামীর বিপদ আটকাতে এক মাত্র পথ সত্যাগ্রহ। “একটি দলের এজেন্ডা দেশের সকল মানুষের মত নাও থাকতে পারে এই ক্ষেত্রে।এত কান্না , কত সংসার যে আগুনে পুড়বে তার খবর কি রাখছেন দিল্লির কর্তারা। ” ক্ষোভের সাথে নিজের মতামত জানালেন অবসরপ্রাপ্ত বিচারপতি সমরেশ ব্যানার্জী। বিচারপতি সমরেশ ব্যানার্জীর আবেদন” পুনরায় বিবেচনা করা হোক , যদিও এই বিষয়ে মামলা রয়েছে সুপ্রিম কোর্টে ! সাক্ষাৎকার নিলেন সুবীর দে ‘এডিটর আউটপুট ওপিনিয়ন টাইমস।

Tags
Show More

Related Articles

Back to top button
Close