Nation

পরিযায়ী শ্রমিকদের দুর্দশায় তাঁদের পাশে থাকার নির্দেশ দিয়ে সকল মুখ্যসচিবকে চিঠি স্বরাষ্ট্রসচিবের

প্রত্যহ পরিযায়ী শ্রমিকদের কথা উঠে আসছে, তাঁদের ঠিকমতো রাজ্যে ফেরানোর বার্তা দিল কেন্দ্র

@ দেবশ্রী : লকডাউনের জেরে করুণ অবস্থা পরিযায়ী শ্রমিকদের। উপায় না পেয়ে হেঁটেই বাড়ি ফিরছেন তাঁরা। অনেকে রাস্তার মাঝেই ক্লান্ত হয়ে হারিয়েছেন প্রাণ। আবার অনেকে হয়েছেন পথ দুর্ঘটনার শিকার। প্রত্যহ উঠে আসছে এদের মৃত্যুর খবর। তাঁদের কাছে নেই খাবার, না কাছে টাকা। একদম অসহায়। এবারে দেশের একাধিক প্রান্তে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে আবারও রাজ্যগুলিকে আবেদন কেন্দ্রীয় সরকারের। রাজ্য প্রশাসনগুলিকে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা।

লকডাউনের জেরে একাধিক রাজ্যে লক্ষাধিক পরিযায়ী শ্রমিক আটকে রয়েছেন। রুজি-রোজগারের সংস্থান হারিয়ে তাঁরা এখন ঘোর বিপাকে পড়েছেন। গাড়ি চলাচল বন্ধ থাকায় অনেকেই রেল ও সড়ক পথ ধরে হাঁটতকে শুরু করেছেন। এভাবে হাঁটতে গিয়ে ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু পরিযায়ী শ্রমিক। গত কয়েকদিনে বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের দুর্ঘটনার কবলে পড়ার খবর বারংবার সামনে এসেছে।

এমন সঙ্কটময় পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে আবারও বার্তা দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয়​ভাল্লা চিঠি দিয়েছেন প্রতিটি রাজ্যের মুখ্যসচিবদের। পরিযায়ী শ্রমিকদের দুর্দশা ঘোঁচাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য সমস্ত রাজ্যের মুখ্য সচিবদের আবেদন জানিয়েছেন তিনি। রেলের সঙ্গে সমন্বয় রেখে যাতে পরিযায়ী শ্রমিকদের স্পেশাল ট্রেনে তাঁদের রাজ্যে ফেরত পাঠানো যায় সেব্যাপারে তত্‍পরতা নিতে রাজ্যগুলিকে আবেদন জানিয়েছে কেন্দ্র।

কারন সত্যিই এইভাবে পরিযায়ী শ্রমিকদের মারা যাওয়া বা তাঁদের কষ্ট করে হেঁটে আসা, না খেতে পাওয়া চোখে দেখা যায় না। তা অত্যন্ত বেদনাময়।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading