Economy FinanceNation

জিও-র ১৪তম বিদেশি বিনিয়োগকারী সংস্থা হতে চলেছে ‘গুগল’

জিও প্ল্যাটফর্মে ৩৩,৭৩৭ কোটি টাকা বিনিয়োগ করছে গুগল।

পল্লবী কুন্ডু : করোনার পরবর্তী পরিস্থিতিতে গোটা অর্থমহলের বেহাল দশা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে অর্থনীতি বিশেষজ্ঞদের কপালে। তবে এরই মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রথম ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়। আর সেই সভাতেই বড়ো ঘোষণা ঘোষিত হয় চেয়ারম্যান মুকেশ আম্বানির পক্ষ থেকে।বৈঠকে বিনিয়োগকারীদের স্বাগত জানানোর পাশাপাশি মুকেশ বলেন, ” বিনিয়োগকারীদের স্বাগত। করোনাযুদ্ধে আমরা জয়ী হবই। আমাদের সাফল্য জিও মিট। ইতিমধ্যেই ৫০ লক্ষ ব্যবহারকারী জিও মিটের। RIL দেশের সবচেয়ে বড় রফতানি সংস্থা। RIL এই মুহূর্তে ঋণমুক্ত কোম্পানি। আমরা প্রতিশ্রুতি পালনে সক্ষম। দেশের ইতিহাসে রাইটস ইস্যু আমরাই এনেছি।”

চলতি সময়ে জিও-তে যে সংস্থা গুলি বিনিয়োগ করছে যদি সেগুলির এক তালিকা করা যায় তবে সেই তালিকায় থাকবে, ফেসবুক ৪৩,৫৭৩.৬২ কোটি টাকা, সিলভার লেক পার্টনার্স ৫৬৫৫.৭৫ কোটি টাকা, ভিস্তা ইক্যুইটি পার্টনার্স ১১,৩৬৭ কোটি টাকা, জেনারেল অ্যাটলান্টিক ৬৫৯৮.৩৮ কোটি টাকা, কেকেআর ১১,৩৬৭ কোটি টাকা, মুবাডালা ৯০৯৩ কোটি টাকা, সিলভার লেক ৪,৫৪৭ কোটি টাকা-র, আবু ধাবি ইনভেস্টমেন্ট অথরিটি বা ADIA-এর ৫৬৮৩.৫০ কোটি টাকা, টিপিজি ক্যাপিটাল ৪৫৪৬.৮০ কোটি টাকা, এল ক্যাটারটন ১৮৯৪.৫০ কোটি টাকা, পিআইএফ ১১,৩৬৭ কোটি টাকা, ইন্টেল ১,৮৯৪.৫০ কোটি টাকা, কোয়ালকম ৭৩০ কোটি টাকা।

আর এবার ১৪তম বিদেশি বিনিয়োগকারী সংস্থা হতে চলেছে গুগল।জিও-র ৭.৭ শতাংশ শেয়ার কিনছে গুগল। জিও প্ল্যাটফর্মে ৩৩,৭৩৭ কোটি টাকা বিনিয়োগ করছে গুগল। এমনটা এদিন এজিএমে ঘোষণা করেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। বর্তমান সময়ে যখন সকল সংস্থাই একপ্রকার বলা যেতে পারে যে লসে রান করছে। সেখানে জিও একেবারে নিজের ফর্মে ব্যাটিং করে চলেছে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading